চট্টগ্রাম শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সন্দ্বীপে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

সন্দ্বীপ সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৩ | ১০:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার বাউরিয়া ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত শ্রমিকের নাম মো.আব্বাস (২৫)। তিনি বিদ্যুতের নতুন সঞ্চালন লাইনের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এই ঘটনায় বিদ্যুতের সাব ঠিকাদারের গাফিলতির অভিযোগ উঠছে। নিহত আব্বাসের বাড়ি সিলেটের কুলাউড়া উপজেলার কয়েরগ্রামে।

 

জানা যায়, আজ শুক্রবার বিকেলে আব্বাসসহ তিন শ্রমিক বাউরিয়া ইউনিয়নের এরশাদ মার্কেট এলাকায় প্রজেক্টের নতুন সঞ্চালন লাইন চালুর কাজ করছিলেন। তখন লোডশেডিং চলছিল। কিছুক্ষণ পরে লাইনে কাজ করা অবস্থায় বিদ্যুৎ আসলে আব্বাস লাইনের উপরের বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে গাছুয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

প্রজেক্টের সাব ঠিকাদার মো. হাসমত জানান, তারা যে লাইনে কাজ করছিলেন সেটি অচল লাইন ছিল। হঠাৎ কিভাবে বিদ্যুৎ সংযোগ আসলো তা বলতে পারছি না। তবে লাইনে কাজ করার সময় ওই লাইনের সংযোগ বন্ধ করার বিষয়ে বিদ্যুৎ অফিসকে জানানো হয়নি বলে স্বীকার করেছেন।

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সন্দ্বীপ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল জানান, লাইনে কাজ করার সময় দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যুর সংবাদ পেয়েছি। তারা প্রজেক্টের আওতায় কাজ করছিলেন। কাজ করার সময় আমাদের সাথে কোন যোগাযোগ করেননি।

 

নিহত আব্বাসের বিষয়ে জানতে গাছুয়া সরকারি হাসপাতালে গেলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা কারিমুল মাওলা মিনহাজকে পাওয়া যায়নি। পরে ফোনে যোগাযোগ করলেও তিনি কোন তথ্য দেননি।

 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, বিদ্যুতায়িত হয়ে একজন মারা যাওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে কাজ করার সময় শ্রমিকদের কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

 

পূর্বকোণ/নরোত্তম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট