চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে আগুনে পুড়ল ৩ বসতঘর

রাউজান সংবাদদাতা

২ নভেম্বর, ২০২৩ | ১১:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০মিনিটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামের হাছি মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- মোহাম্মদ শফির ছেলে ইসমাইল (৩৮), আমিনুল হকের ছেলে সৈয়দ (৪০) ও আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ ইউসুফ (৫০)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকাল ৫টা ২০মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে তিনটি বসতঘর পুড়ে যায়। এর মধ্যে একটি পাকা ঘর এবং দুটি সেমিপাকা ঘর ছিল। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট