চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

গাজার এক হাজার শিশুকে উন্নত চিকিৎসা দেবে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

২ নভেম্বর, ২০২৩ | ১:৪২ অপরাহ্ণ

গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় আহত শিশুদের মধ্যে অন্তত এক হাজার শিশুকে সংযুক্ত আরব আমিরাতের হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বুধবার এক বৈঠক শেষে এ ঘোষণা দেন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশটির প্রেসিডেন্ট। খবর আল আরাবিয়া ও দ্যা ন্যাশনাল নিউজ।

আমিরাতের জাতীয় দৈনিক দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ এবং বৈশ্বিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিকের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

ঘোষণায় তিনি বলেন, গাজার এই আহত এক হাজার শিশুকে নিয়ে আসা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে আমিরাতের সরকার। এ ছাড়া এই শিশুদের পরিবারের সদস্যদেরও নিয়ে আসা হবে।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, গাজায় বেসামরিক নাগরিকদের ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় সংযুক্ত আরব আমিরাত গাজায় ইসরায়েলের সামরিক স্থল অভিযানের নিন্দা জানিয়ে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা ভূখণ্ডে ইসরায়েল বাহিনীর অবিরাম হামলায় এখন পর্যন্ত ৮ হাজার ৭শত এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে সাড়ে তিন হাজারই শিশু। এছাড়া আহত হয়েছে হাজারও শিশু।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন