চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বাইডেনের বক্তব্যের মাঝে বাধা ইহুদি নারীর

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২৩ | ১:১৩ অপরাহ্ণ

নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বক্তৃতা দেওয়ার সময় বাধার মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

বুধবার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তার বক্তৃতা প্রদানের মাঝপথে বাধা দেন এক নারী এবং গাজায় যুদ্ধবিরতির দাবি জানান তিনি। নিজেকে ‘রাব্বি’ বা ইহুদি ধর্মীয় ব্যক্তিত্ব বলেও উল্লেখ করেন।

 

বাইডেনের বক্তব্যের মাঝপথে বাধা দিয়ে ওই নারী বলেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, আপনি ইহুদিদের প্রতি যত্নশীল। একজন রাব্বি (ইহুদি ধর্মীয় নেতা) হিসেবে আমি আহ্বান জানাচ্ছি, এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন।’

 

পরে সাংবাদিকদের কাছে নিজেকে রাব্বি জেসিকা রোজেনবার্গ হিসেবে নিজের পরিচয় দেন ওই নারী।

 

তবে সরাসরি ‘যুদ্ধবিরতি’ প্রসঙ্গে মন্তব্য করেননি বাইডেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা দর্শকেরা ওই নারীকে সরানোর চেষ্টা করার সময়ই জবাব দেন বাইডেন। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের একটা বিরতি দরকার। এ বিরতির মানে হলো বন্দীদের মুক্ত করার জন্য সময় দেওয়া।’

 

হোয়াইট হাউজ পরবর্তীতে স্পষ্ট করে জানায় যে হামাসের হাতে থাকা ২৪০ জিম্মির কথা উল্লেখ করেছেন প্রেসিডেন্ট।

 

বাইডেনের অনুষ্ঠান থেকে নিরাপত্তাকর্মীরা রোজেনবার্গকে সরিয়ে নেয়ার সময়ও ‘এখনই যুদ্ধবিরতি চাই’ বলে গান গাইছিলেন ওই নারী।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন