চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্টে সন্দ্বীপের তরুণের মৃত্যু

ইউএই প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২৩ | ৮:৪৬ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শনিবার (২৮ অক্টোবর) এক প্রবাসী বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে।

 

নিহত মোহাম্মদ রুবেল (২৮) চট্টগ্রাম জেলার সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবীরের ছেলে বলে জানিয়েছেন নিহতের পূর্ব পরিচিত এবং আবুধাবি সন্দ্বীপ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন বাবলু।

 

মোহাম্মদ রুবেল গত শনিবার (২৮ অক্টোবর) নিজকর্মস্থল আবুধাবির মুসাফফাহ শিল্প নগরীতে তার কোম্পানির একটি নির্মাণ সাইটে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার লাশ আবুধাবির সেন্ট্রাল মর্চারিতে আছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে পাঠানো হবে বলে জানা যায়।

 

পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট