ভারতের অন্ধ্রপ্রদেশে ভিজিয়ানগরামে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় অন্ধ্রের বিশাখাপত্তনম থেকে পালাসাগামী একটি ট্রেন কোন সিগন্যাল না পেয়ে আলমান্ডা ও কান্তাকাপাল্লের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে ছিল।
এ সময় বিশাখাপত্তনম থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে ছেড়ে আসা অপর একটি ট্রেন দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনায় ঘটে।
ভারতের রেল মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দুর্ঘটনার জন্য রেলকর্মীদের দায়ী করেছে। তবে রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছে, ট্রেনের চালক সিগন্যাল খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটেছে।
ভিজিয়ানগরাম জেলা প্রশাসন জানিয়েছে, আহত ৪০ জনেরই বাড়ি অন্ধ্রপ্রদেশে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
এ দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জাগান রেড্ডি শোক প্রকাশ করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, এ ঘটনায় তিনি রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এর আগে গত জুনে ভারতের উড়িষ্যায় বহানগা বাজার স্টেশনের কাছে দুই ট্রেনের সংঘর্ষে ২৮০ জনের বেশি মানুষ নিহত হয়। সূত্র : এনডিটিভি
পূর্বকোণ/এসি