চট্টগ্রামের সীতাকুণ্ড সলিমপুরে জেলা প্রশাসনের নির্মাণকাজে বাধা দিয়ে হামলা চালিয়েছে অবৈধ দখলদাররা। এতে জেলা প্রশাসন কর্তৃক নিয়োগকৃত ৪ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার আকস্মিকতায় শ্রমিকরা পিছু হটলে সাময়িকভাবে কাজ বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী অফিসারসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুনরায় কাজ শুরু করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় সম্প্রতি বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। সেই স্থানে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু গত বুধবার থেকে এই কাজে বাধা দিতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে বিশৃঙ্খলার চেষ্টা করতে থাকে ঐ এলাকায় পূর্বে বসবাসকারী অবৈধ বাসিন্দারা। কিন্তু সেদিন বাধা দিতে না পারলেও বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন নিযুক্ত অস্থায়ী নির্মাণ শ্রমিকরা পুনরায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে এক পর্যায়ে কিছু বাসিন্দা একত্রিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ৪ শ্রমিক কমবেশি আহত হন। তাদের মধ্যে দু’জনকে হাসপাতালে চিকিৎসা ও অপর দুই জন প্রাথমিক চিকিৎসা নেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার থেকেই কিছু অবৈধ দখলদার নির্মাণ কাজে বাধা দেবার পাঁয়তারা করছিলো। কিন্তু সেদিন কিছু করতে না পারলেও বৃহস্পতিবার সকালে সেখানে এক কতিথ অনলাইন টিভি সাংবাদিক গিয়ে তাদের উসকানি দিতে থাকে। এতে প্ররোচিত হয়ে বিভ্রান্ত হয়ে কিছু বাসিন্দা দূর থেকে ইট পাটকেল নিক্ষেপ করলে আমাদের ৪ জন অস্থায়ী শ্রমিক পাথরের আঘাতে আহত হয়। দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে, তারা হলেন আবু সাঈদ, বোরহান, ফজলু।
তিনি আরো বলেন, তবে ঐ হামলাকারীদের অনেককেই সনাক্ত করা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, সেখানে কিছু লোকজন ঝামেলা তৈরি করতে চাইছেন জানিয়ে আমাকে ইউএনও স্যার ফোর্স পাঠাতে বললে আমি ফোর্স দিয়েছি। কিন্তু এর আগেই যে হামলার ঘটনা ঘটেছে আমি সেকথা জানতাম না। এ বিষয়ে ভুক্তভোগি কেউ মামলা করলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
পূর্বকোণ/সৌমিত্র/আরআর/পারভেজ