চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

২৪ অক্টোবর থেকে মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৩ | ৯:৪১ অপরাহ্ণ

আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন। আবেদন গ্রহণ চলবে ১৪ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

 

বুধবার (১৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির জন্য https://gsa.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে আবেদন করা যাবে। ১১০ টাকা আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরিশোধ করতে হবে।

 

ভর্তিচ্ছুরা আবেদনের সময় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ৬ বা তার বেশি হতে হবে। কোটা থাকায় শিক্ষক-কর্মচারীদের সন্তানরা অনলাইনে আবেদন ছাড়াই অভিভাবকের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

 

সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ, সময় ও স্থান পরে জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট