চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, অপরজন অসুস্থ

লোহাগাড়া সংবাদদাতা

১৮ অক্টোবর, ২০২৩ | ৮:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আদনান নুর আরাফ নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় পানিতে পড়ে তার ফুফাতো বোনও অসুস্থ হয়ে পড়ে।

 

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়ন লোহাগাড়ার ৯ নম্বর ওয়ার্ডের উজিরভিটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য নুরুল কবির।

 

নিহত আদনান নুর আরাফ ওই এলাকার জনৈক প্রবাসীর ছেলে। অপর শিশুর নাম আসরা জান্নাত (৫)। সে কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট পাড়ার আবুল কাশেমের মেয়ে।

 

জানা গেছে, শিশুরা বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। খেলার ছলে তারা দুইজনই পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর আদনানের চাচি নাজমুল আক্তার তাদেরকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দ্রুত উদ্ধার করে। পরে আদনানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসক শারমিন আক্তার বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। অপর শিশু সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট