চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ মুহাম্মদ সাজ্জাদ হোসেন (৩০) নামে এক কনস্টেবলকে আটক করেছে ভুজপুর থানা পুলিশ। আটক সাজ্জাদ রামগড় থানায় কর্মরত বলে জানা গেছে। তিনি নাটোরের বনপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জহুরুর ইসলামের ছেলে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া বাজারের উত্তরে ব্রিজের উপর থেকে ওই কনস্টেবলকে আটক করা হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, আটক সাজ্জাদ রামগড় থানার কনস্টেবল। তার বিপি নম্বর যাচাই করা হচ্ছে। স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে দিয়েছে। ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পূর্বকোণ/পিআর/এএইচ