চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সরকার বিদেশিদের কাছে যায় না, বিদেশিরাই আসে: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৩ | ৮:১১ অপরাহ্ণ

সরকার বিদেশিদের কাছে যাচ্ছে না, বরং বিদেশিরা সরকারের কাছে আসছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আসে, অনুরোধ করে, আমরা তাদের কাছে যাই না।’

তিনি বলেন, ‘আমরা তাদের কাছে যাই না, তারা আমাদের কাছে আসে। দেখেন, আমেরিকার কতগুলো লোক এসেছে আমাদের কাছে। আমরা যাইনি। এছাড়া আমেরিকায় যাওয়ার পরে আমাদের মিশনে এসে (জ্যাক সুলিভান) দেখা করে গেছে। আমরা যাইনি। আমরা তাদের বাসায় যাইনি। তারা আমাদের অফিসে এসেছে। তারা আমাদের দফতরে আলোচনার জন্য এসেছে।’

নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে আলোচনা করতে সরকার এখন স্বাচ্ছন্দ্যবোধ করে কিনা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘বিভিন্ন দেশের লোকেরা এসে দেখা-সাক্ষাৎ করছেন, দ্বিপাক্ষিক আলোচনার জন্য। সেটির ফাঁকে কেউ কেউ নির্বাচনের কথা জিজ্ঞাসা করেন। সেটি আপনাদের কাছে হট টপিক। তারা (বিদেশিরা) খুব মজা পায় যে, বাংলাদেশের মিডিয়া তাদের খুব পাত্তা দেয়। আপনাদের কারণে তারা বাড়তি সুবিধা ভোগ করে।’

নির্বাচন নিয়ে কথা বলে অনেকে মজা পায়। কারণ, এটি একটি খেলা। বিদেশিরা খুব মজা পায়। এটি নিয়ে তাদের দেশে কেউ পাত্তা দেয় না বলেও  জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট