চট্টগ্রামের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) উপর মিনিবাস উল্টে সাইফুদ্দীন খালেদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত আরও ১১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহত সাইফুদ্দীন খালেদ পটিয়া পৌরসদরের বৈলতলী রোডের হাজী আবদুস ছাত্তার জামে মসজিদের খতিব। তারা বাড়ি বাঁশখালী বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন, মির হোসেইন রবিন (৩০), মিজান (২৮), মো. সেলিমের ছেলে কবির আহমদ (৩০), মৃত আব্দুল গফুরের ছেলে রাশেদুল ইসলাম (৩০), মৃত আমির আহমেদের ছেলে বশির আহমেদ (৫০), সিকদার আহমেদের ছেলে নাসির আহমেদ (৫৫), মো. রফিকের মেয়ে সাহেবা (২১), জয়নাব বেগম (৩৫), ছেলে মো. অভি (১২), নুর আলমের মেয়ে আরজু (১৭) ও মো. ইউসুফের মেয়ে লাকি আক্তার (৪০)।
বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান জানান, শাহ আমানত ব্রিজের উপর একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ দুঘটনায় আরও ১১ জনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ