মূল্য তালিকা প্রদর্শন না করা ও দোকানের বাইরে রাস্তা দখল করে মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে চট্টগ্রামের আনোয়ারায় ১০ দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টার পর্যন্ত উপজেলার বটতলী বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
তিনি বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা ও দোকানের বাইরে রাস্তা দখল করে মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ১০ মামলায় ১০ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ