চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোনের বিয়ের খাবার বিতরণ করতে গিয়ে লিফটের চাপায় তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৩ | ১১:৩৯ অপরাহ্ণ

বোনের বিয়ের খাবার প্রতিবেশীদের কাছে পৌঁছে দিতে গিয়ে লিফটে চাপা পড়ে এক তরুণের মৃত্যুর ঘটনায় ঘদরঘাট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার নিহত তরুণ প্রীতম চৌধুরীর পিতা শিমুল চৌধুরী এ মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন সদরঘাট থানার ওসি তদন্ত আতিকুর রহমান।

এ ঘটনায় আগামীকাল শনিবার লিফটের ত্রুটি খুঁজে বের করতে একটি টিম পরিদর্শনে যাবেন বলেও জানান তিনি।

এদিকে, নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বোনের বিয়ের খাবার প্রতিবেশীদের কাছে পৌঁছে দিতে গিয়ে লিফটে চাপা পড়ে প্রীতম চৌধুরী (২০) মারা যান। তিনি দক্ষিণ নালাপাড়ার আম্বিয়া গ্রিণ নামে ছয় তলা ভবনের পঞ্চম তলার বাসিন্দা শিমুল চৌধুরীর ছেলে।

ভবনের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ভবনের লিফট কিছুদিন ধরে ঠিকভাবে কাজ করছিল না। গ্রাউন্ড ফ্লোরে আসার আগেই লিফট আটকে যায়। প্রীতম দ্রুত নেমে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।
সদরঘাট থানা পুলিশ জানায়, নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রীতম চৌধুরীর বোনের বিয়ে ছিল। এ উপলক্ষে বাসা থেকে খাবার নিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশতঃ লিফটের নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই প্রীতম নিহত হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট