কক্সবাজারের চকরিয়ায় মো. রেজাউল করিম (৪০) নামে ৬ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে খুটখালীর সেগুনবাগিচা বাগাইন্যাপাড়া রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রেজাউল করিম ওই এলাকার শফি আলমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাবেদ মাহমুদ বলেন, গ্রেপ্তার রেজাউলের বিরুদ্ধে ৬টি মামলার মধ্যে দুটি মামলায় সাজা ও ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি রেজাউলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, সরকারি কর্মকর্তাকে মারধর ও বন মামলা রয়েছে। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ