চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

চসিকের বর্জ্য ব্যবস্থাপনা পরির্দশন দক্ষিণ সুদানের প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৩ | ৮:২১ অপরাহ্ণ

জাইকার সহযোগিতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের অভিজ্ঞতা জানতে দক্ষিণ সুদানের একটি প্রতিনিধি দল এসেছে। প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ সুদানের পরিবেশ মন্ত্রণালয় এবং যুবা সিটি কাউন্সিলের কর্মকর্তা ও জাইকার কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) টাইগারপাসের চসিক কার্যালয়ে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।  

এরপর প্রতিনিধি দলটির কাছে চসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।

প্রতিনিধি দলটি চসিকের বিভিন্ন ল্যান্ডফিল্ড ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করে নগর পরিচ্ছন্ন রাখতে চসিকের ভূমিকার প্রশংসা করে।  
পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট