চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ডিসি পার্কের জায়গায় অবৈধ দখলে থাকা ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, উপজেলার ফৌজদারহাটে গড়ে তোলা ডিসি পার্কের দক্ষিণ দিকের সীমানার মধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা আছে। ডিসি পার্কের চলমান উন্নয়ন কাজ অব্যহত রাখতে এই স্থাপনাগুলো সরিয়ে নেওয়া খুবই জরুরি। এ কারণে তাদেরকে বারবার সরে যাবার জন্য নোটিশ দেয়া হয়। কিন্তু তারা ওই জায়গা ছাড়ছিল না। এতে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছিল। তাই চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ