চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

ফটিকছড়িতে ‘জিকিরের আসরে’ মিলল মাইজভাণ্ডার ভক্তের ঝুলন্ত লাশ

নাজিরহাট সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৩ | ৩:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে গলায় রশি পেঁচানো অবস্থায় মো. আলাউদ্দীন (৪৫) নামের একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত আলাউদ্দীন নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাছির মোহাম্মদ তালুকদার বাড়ির রুহুল আমিনের ছেলে।

 

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।

 

জানা গেছে, বাজারে থাই অ্যালুমিনিয়াম গ্লাসের একটি দোকান ছিল আলাউদ্দীনের। তিনি মাইজভাণ্ডারির ভক্ত ছিলেন। বাড়িতে তার একটি আলাদা রুম ছিল। রুমটিকে আসর বানিয়ে সেখানে প্রতিদিন তিনি জিকির করতেন। আজ সকালে সেই রুমের বিমের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ঝুলন্ত অবস্থায় তাকে ছেলে দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন জানতে পারে।

 

স্থানীয় কাউন্সিলর আমান উল্লাহ আমান বলেন, খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন ফারুকী বলেন, খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট