চট্টগ্রামের আনোয়ারায় অভিযানে ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) রাতে উপজেলার হাইলধর ইউনিয়ন ও রায়পুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল, হাইলধর ইউনিয়নের মো. আলমগীর (৩৩), মো.ওয়াহিদ (২৪), মো. মোক্তার হোসেন (৩৩), রায়পুর ইউনিয়নের নুরুল আমিন (৪৫), আব্দুল মালেক (৫৫), আব্দুল মালেক (৫৬), মো. শাহাদাৎ হোসেন (৩৫), মো. মঞ্জুর আলম (২৭), নুরুল ইসলাম (৪০), মো. রফিক (৪৫) ও মো. হেলাল (২৬)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, হাইলধর ইউনিয়ন ও রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ