চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

রাউজানে এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার এক

রাউজান সংবাদদাতা

১০ অক্টোবর, ২০২৩ | ৯:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. রাহাত (১৯) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৯ অক্টোবর) রাতে পাহাড়তলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মো. রাহাত পাহাডতলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মহামুনি তাহের মোহাম্মদ তালুকদার বাড়ির সেলিম উদ্দিনের ছেলে।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাহাত নামে এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অস্ত্র, কার্তুজ জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে এজাহার দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট