চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মাদক মামলায় কক্সবাজারে ২ জনের যাবজ্জীবন সাজা

কক্সবাজার সংবাদদাতা

৯ অক্টোবর, ২০২৩ | ১০:০৬ অপরাহ্ণ

কক্সবাজারে এক লাখ ইয়াবা উদ্ধার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

 

সোমবার (৯ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালতে এই রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ২০১৯ সালের ১৬ মে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনায় দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল আমিন ও মুজিবুর রহমানের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করে এবং তাদের আটক করে।

 

মামলার সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী কক্সবাজারের ইয়াবার মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

 

পূর্বকোণ/আরাফাত/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট