চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান সংবাদদাতা

৮ অক্টোবর, ২০২৩ | ১০:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে ইতু বড়ুয়া নামে ৪ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

 

আজ রবিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত ইতু বড়ুয়া উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম আধার মানিক গ্রামের সুরেশ সিং তালুকদারের বাড়ির বিদ্যা সাগর বড়ুয়া লালুর মেয়ে।

 

ইতুর জেঠু উজ্জ্বল বড়ুয়া জুয়েল বলেন, আজ দুপুরে বাড়ির পশ্চিম পাশের পুকুরে হাত জাল দিয়ে মাছ ধরা শেষে জাল শুকাতে যাই। তখন ইতুর মা রান্নাঘরে ছিল। এই ফাঁকে ইতু পুকুরে পড়ে যায়। দুপুর ১টার দিকে চাচাতো ভাই সুবর্ণ বড়ুয়া পুকুরে ইতুর পা দেখতে পায়। তার চিৎকারে আমরা পুকুরে তল্লাশি শুরু করি। ১০মিনিট পর পুকুর থেকে দেহ উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়র হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের ১ ছেলে ও ১ মেয়ের মধ্যে ইতু ছিল ছোট।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট