চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে ব্যাটারি রিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০২৩ | ২:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিক্সাকে ধাক্কা দিয়েছে। এতে দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক যাত্রী।

 

নিহতরা হলেন– মৃদুল নাথ (৫৮) ও আবদুল্লাহ (৩৫)।  তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

রবিবার (৮ অক্টোবর) দুপুর দেড়টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ খান মো. এরফান জানান, প্রথমে ইউনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি ব্যাটারিচালিত আরেকটি রিকশাকে ধাক্কা দেয়। এতে মোট চারজন আহত হন। তাদের উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারজনের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, নিহত দুজনই পুরুষ। তাদের একজন পথচারী এবং আরেকজন ব্যাটারিচালিত রিকশার যাত্রী। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। বাসচালককেও আটক করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট