চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

শ্রীলঙ্কাকে ১০২ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

৭ অক্টোবর, ২০২৩ | ১০:৫৪ অপরাহ্ণ

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪২৯ রানের বিশাল টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডুসেন ও এইডেন মার্করামের শতকে ভর করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে ৩২৬ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।

 

শনিবার (৭ অক্টোবর) অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনার টেম্বা বাভুমা (৮) শুরুতে ফিরে যান। এরপর কুইন্টন ডি কক ও তিনে নামা রেসি ফন ডার ডুসন ২০৪ রানের জুটি গড়েন। ওই জুটি ভাঙে ডি কক ৮৪ বলে ১২টি চার ও তিনটি ছক্কার শটে ১০০ রান করে ফিরলে। এরপর ডুসন ১১২ বলে ১০৮ রান করে আউট হন। তার ব্যাট থেকে আসে ১৩টি চার ও দুটি ছক্কা।

 

জোড়া সেঞ্চুরিতে দলকে বড় রানের পথে তুলে নেন ডি কক-ডুসন। ওই পথ ধরে চারে নেমে সেঞ্চুরি করেছেন এইডেন মার্করাম। বিশ্বকাপে ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে তিনি থামেন ৫৪ বলে ১০৬ রান করে। তার ব্যাট থেকে ১৪টি চারের সঙ্গে ছয়টি ছক্কার শট আসে। এছাড়া রেজা হেনরিকস ২০ বলে ৩২ ও ডেভিড মিলার ২১ বলে ৩৯ রানের ঝড় দেখান।

 

দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ওই ব্যাটিংয়ে বিশ্বকাপের ইতিহাসে (পূর্বে ৪১৭ রান) সর্বোচ্চ রান তোলে। বিশ্বকাপে প্রথমবার এক ইনিংসে তিন সেঞ্চুরি দেখায়। সঙ্গে এবি ডি ভিলিয়ার্সের বিশ্বকাপে ৫২ বলে সেঞ্চুরির রেকর্ড মার্করাম (৪৯ বলে) দখল করে নেন।

 

৪২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দলীয় ১ রানে পাথুম নিশাঙ্কার উইকেট হারায় লঙ্কানরা।

 

এরপর ক্রিজে এসে মারমুখী ব্যাটিং করতে থাকেন কুশল মেন্ডিস। কুশল পেরেরাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়  উইকেট জুটিতে ৬৬ রান যোগ করেন মেন্ডিস।

 

দলীয় ৬৭ রানে ১৫ বলে ৭ রান করে আউট হন পেরেরা। এরপর সাদিরা সামাবিক্রমাকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন মেন্ডিস।

 

তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় শ্রীলঙ্কা। মেন্ডিস ৪২ বলে ৭৬ ও সামাবিক্রমা ১৯ বলে ২৩ রান করে আউট হন। 

 

এরপর চারিথ আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ধানাঞ্জয়া ডি সিলভা। দলীয় ২৩২ ও ২৩৩ রানে দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। আসালাঙ্কা ৬৫ বলে ৭৯ ও ধানাঞ্জায়া ১৪ বলে ১১ রান করে আউট হন। 

 

এরপর অধিনায়ক দাসুন শানাকা একাই লড়াই চালিয়ে যান। ৬২ বলে ৬৮ করে শানাকা আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩২৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট