আগামীকাল থেকে ১৩তম বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতের মাটিতে প্রথমবারের মতো! আসরে বাংলাদেশসহ ১০ দলের ৫টিই এশিয়ার প্রতিনিধি। টানা ৪৫ দিন ৪৮টি ম্যাচ উপভোগে বুঁদ হয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। মাঠের লড়াই শুরুর আগে আজ সন্ধ্যায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে আহমেদাবাদ মাতাবেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। এছাড়া পারফর্ম করবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবনরা। মঞ্চ মাতাবেন রণবীর সিংয়ের পাশাপাশি মঞ্চ মাতানোর কথা বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়ারা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছে চোখ ধাঁধানো এক লেজার শো-এর ব্যবস্থা। এরপরই কাল ২.৩০টায় উদ্বোধনী ম্যাচ, একই ভেন্যুতে, মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
অনেকেই অবাক হতে পারেন, ৫০ ওভারের এই বিশ্বকাপ প্রথমবার আয়োজিত হচ্ছে ভারতে!
বাস্তবতা হলো, ভারতের মাটিতে আগেও বিশ্বকাপের আসর বসেছে, আর সেটাও একাধিকবার। তবে এবারই প্রথম পুরোপুরি এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে দু’বারের চ্যাম্পিয়ন ভারত। ১৯৮৭ সালে প্রথমবার ভারত বিশ্বকাপ আয়োজকের তালিকায় নাম লেখায়, সেবার সঙ্গী ছিল পাকিস্তান। এরপর ১৯৯৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এই উপমহাদেশের তিন দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ২০১১ সালে প্রথমবার আয়োজকের খাতায় নাম লেখায় বাংলাদেশ, সেবারও তিন দেশ-বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা মিলে বিশ্বকাপের ম্যাচগুলো হোস্ট করে। এক যুগ পরে ও বিশ্বকাপ শুরুর ৪৮ বছর পর এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত। ১৯৭৫ সালে শুরু হওয়া ক্রিকেটের সর্বোচ্চ এই টুর্নামেন্টের ১৩তম আসর বসছে ভারতের মোট ১০টি স্টেডিয়ামে। বিস্ময়কর তথ্য আছে আরও। এবারই প্রথম ১০ দল যখন তাদের প্রথম ম্যাচে টস করতে নামবে তখন প্রতিটি দলেই দেখা যাবে আগের বিশ্বকাপ থেকে ভিন্ন অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপে যারা দলকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের কারোরই সুযোগ হচ্ছে না ২০২৩ বিশ্বকাপে এসে অন্তত প্রথম ম্যাচে দলের অধিনায়কত্ব করার। দশ দলের মধ্যে একমাত্র ব্যতিক্রম নিউজিল্যান্ড। টানা ২য় বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে এসেছেন কেন উইলিয়ামসন। কিন্তু দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে ইনজুরির জন্য প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার। সে জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম। এছাড়া বাকি ৯ দলের হয়েই নতুন সব অধিনায়ককে দেখা যাবে। আরেকটি তথ্য, অধিনায়ক হিসেবে টানা দু’বার বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে কেবল ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের।
ভারত বিশ্বকাপে ক্রিকেটের বেশ কিছু নিয়মও প্রথমবার দেখা যাবে। মানকড় আউট এবারের আসর থেকেই রান-আউট হিসাবে গন্য হবে। ফ্রি-হিটে স্টাম্প ভেঙ্গে দেয়ার পরও ব্যাটার সুযোগ পেলে রান নিতে পারবেন, যা অতিরিক্ত হিসাবে যোগ হবে। সাড়ে তিন ঘণ্টার মধ্যে অবশ্যই শেষ করতে হবে ৫০ ওভার বোলিং। ব্যর্থ হলে বোলিংয়ের শেষদিকে অতিরিক্ত সময়ের জন্য মাঠে ফিল্ডার রাখার ক্ষেত্রে জরিমানা দিতে হবে তাদের। অর্থাৎ শেষ ১০ ওভারে ৫ জনের জায়গায় বাউন্ডারিতে ৪ জন ফিল্ডার রাখা যাবে। প্রযুক্তির উৎকর্ষে এবার প্রথমবারের মতো দর্শকদের জন্য ভার্টিকাল বা লম্বালম্বি ভিডিও প্রডাকশন করতে যাচ্ছে আইসিসি। সংস্থাটি বলছে শুধু ক্রিকেট নয় খেলার ইতিহাসেই এটি হবে প্রথম ঘটনা। মূলত. যারা মোবাইল ফোনে খেলা দেখবেন তাদের কথা মাথায় রেখেই এ উদ্যোগ নিয়েছে আইসিসি ও সম্প্রচার সহযোগী ডিজনি স্টার। সব মিলিয়ে ১৩তম বিশ্বকাপ যে উপভোগ্য হতে যাচ্ছে তা আর বলা অপেক্ষা রাখে না। এই উপভোগে টাইগাররা যদি বিশেষ কিছু করতে পারে নিশ্চিত ভাবেই লাল-সবুজের এই দেশে উৎসবের রঙ আরও বর্ণিল হবে।
পূর্বকোণ/আরডি