চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

গ্যাস পেল সিইউএফএল, এ মাসে উৎপাদনে যাওয়ার আশা

১৫ অক্টোবর যুক্তরাজ্যের চারজনের একটি প্রতিনিধি দল আসবে

নিজস্ব সংবাদদাতা 

৩ অক্টোবর, ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ

দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর গ্যাস পেয়েছে রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড-(সিইউএফএল)। গত শনিবার বিকেলে কারখানাটি গ্যাস পেয়ে উৎপাদন প্রক্রিয়া শুরু করে।

 

সিইউএফএল সূত্র জানায়, বিভিন্ন কারণে দশ মাস কারখানাটির উৎপাদন ব্যাহত হওয়ায় ওই সময়ে শুধু মাত্র পাঁচ দিন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হয়েছে। সর্বশেষ, ওইদিন বিকেলে গ্যাস পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করে। তবে ট্রায়ালের জন্য আগামী ১৫ অক্টোবর যুক্তরাজ্যের চারজনের একটি প্রতিনিধি দল এসে পরীক্ষা করবেন। এরপর অক্টোবরের শেষ সপ্তাহে উৎপাদনে যাওয়ার আশা করছে সিইউএফএল কতৃপক্ষ।

 

গত বছরের ২২ নভেম্বর কারখানার এমোনিয়া প্লান্টের রিফর্মার পাইপ লাইন ফেটে আগুন ধরে গেলে উৎপাদন বন্ধ হয়ে পড়ে। এরপর মেরামত শেষে গত ২২ মার্চ উৎপাদন শুরু হলেও পাঁচ দিনের মাথায় ২৭ মার্চ দুপুরে পুনরায় বন্ধ হয় কারখানাটি।

 

কারখানা সংশ্লিষ্টরা জানান, এদিকে, গত শনিবার গ্যাস পাওয়ার পর ট্রায়ালের কাজ করার জন্য ১৫ অক্টোবর যুক্তরাজ্যের চারজনের একটি প্রতিনিধি দল আসবে। এরপর কারখানায় উৎপাদন শুরু হবে।

 

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বলেন, আমরা গ্যাস পেয়েছি। আগামী ১৫ অক্টোবর যুক্তরাজ্যের চারজনের একটি প্রতিনিধি দল এসে কারখানা পরীক্ষা নিরীক্ষা করবে। এরপর পুরোদমে উৎপাদনে যাবে সিইউএফএল।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট