চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

প্রতারণা মামলায় জি.টি.সি প্রপার্টিজের এমডির দেড় বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

২ অক্টোবর, ২০২৩ | ১০:০২ অপরাহ্ণ

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে জি.টি.সি প্রপার্টিজের এমডি মোহাম্মদ মোরশেদ প্রকাশ মোরশেদ বিল্লাহকে দেড় বছরের কারাদণ্ড এবং ১৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর)  চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফ উদ্দিন শুনানি শেষে এ রায় দেন । মামলায় অপরাপর ৫ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট জিয়া হাবীব আহসান পূর্বকোণকে এসব বিষয় নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ মোরশেদ প্রকাশ মোরশেদ বিল্লাহ ফটিকছড়ির ধর্মপুর আজাদী বাজারের বিল্লাল মাঝির বাড়ি এলাকার আবুল খায়েরের পুত্র। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় গ্রেপ্তারের দিন থেকে তার সাজা কার্যকর হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়,  মামলার বাদী অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ শিহাব উদ্দীন ইমামের পক্ষে তার পিতা অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এ.এম.এম হায়দার ঈমাম বিগত ২০১৪ সালের ৩০ ডিসেম্বর রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জি.টি.সি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ৬ জনকে আসামি করে মামলা (সিআর-২৯৫/২০১৪) দায়ের করেন। মামলার বাদী জি.টি.সি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের সাথে ডবলমুরিং থানাধীন পাহাড়তলী মৌজা এলাকায় একটি নির্মানাধীন বহুতল ভবনের ৮ম তলায় ১৩১৮ বর্গফুট পরিমাপের একটি ফ্ল্যাট ক্রয়ের জন্য একখানা রেজিস্ট্রার্ড চুক্তিনামা সম্পাদন করেন। চুক্তিনামার শর্ত মতে দফায় দফায় আসামিগণকে সর্বমোট ১২ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তীতে আসামিগণ পরস্পর যোগসাজশে চুক্তিনামার শর্ত মতে যথাসময়ে ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে বাদীসহ অগণিত গ্রাহকের টাকা ফেরৎ না দিয়ে আত্মসাত করে। মামলার রায়ে বাদীর উক্ত পরিশোধিত টাকা এবং চুক্তিনামার শর্তমতে ভাড়া বাবদ প্রদেয় টাকাসহ সর্বমোট ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ সাব্যস্থক্রমে ১নং আসামিকে দেড় বছরের কারাদন্ড এবং ১৫ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট