চট্টগ্রামের নাসিরাবাদে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশের নাসিরাবাদস্থ সানমারের সামনে সড়কের পাশ থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক।
তিনি পূর্বকোণকে জানান, আজ ৩টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবককে স্থানীয় পারভেজ নামের একব্যক্তি অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/আরআর/এএইচ