চট্টগ্রাম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সড়ক বিভাজকে মাইক্রোবাসের ধাক্কা, চট্টগ্রামে প্রাণ গেল ওসির

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় একটি হায়েস মাইক্রোবাস। এতে জাহিদ ইকবাল (৪৬) নামে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন গাড়িতে থাকা জাহিদ ইকবালের পরিবারের সদস্যরাও।

জানা গেছে, পরিবার নিয়ে ভ্রমণের জন্য ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। হাইওয়ে পুলিশের ধারণা- চালকের চোখে ঘুম থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

আহত অন্যরা হলেন- জাহিদ ইকবালের বোন নার্গিস আক্তার (৩৫), বোন নাছরিন আক্তার, ভাগনে আশুয়াত, ছিয়াম, ভাগনি আহিয়াতসহ কয়েকজন।
তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত জাহিদ ইকবাল সর্বশেষ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়। গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকার তাতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল ঘটনাস্থলেই নিহত হন। গাড়িটিতে ড্রাইভারসহ ৮ জন ছিল। পরিবার নিয়ে ভ্রমণের জন্য ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা জাহিদ। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট