চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বায়েজিদে স্ক্র্যাপ ব্যবসার দখল নিতে হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:২৪ অপরাহ্ণ

বায়েজিদে কারখানার স্ক্র্যাপ দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ( ২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার সময় বায়েজিদ এলাকার ন্যাশনাল এক্সেসরিজ লিমিটেড কারখানার সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন : জসিম উদ্দিন ও মুহাম্মদ আকরাম।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান পূর্বকোণ অনলাইনকে বলেন, মারামারির খবর পেয়ে থানা থেকে একটি টিম পাঠানো হয়েছিল। পুলিশ পৌছাঁনোর খবরে হামলাকারীরা পালিয়ে গেছে। যারা আহত হয়েছে তারা হাসপাতালে ভর্তি আছে। ভিকটিম মুহাম্মদ আকরামের পিতা থানায় এই বিয়য়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের তদন্ত চলছে। এই ঘটনায় ৯ জানের নাম উল্লেখ করে অজ্ঞাতনাম আরও ৯ থেকে ১০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

ওসি জানান, হামলাকারীদের একজন আলমগীরকে স্ক্র্যাপ ব্যবসার পার্টনার না করলে ব্যবসা করতে দিবে না এই মর্মে হুমকির পর হামলা করা হয়।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট