চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব পর্যটন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

বিশ্ব পর্যটন দিবস আজ। ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস-২০২৩। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠানও বিভিন্ন অফার, ছাড় দিচ্ছে পর্যটন দিবস উপলক্ষে।

 

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজনা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে র‌্যালি শুরু হবে। র‌্যালিতে পর্যটন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “মুজিব’স বাংলাদেশ” প্রচারণার অংশ হিসেবে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করেছে। বুধবার বেলা ১১টায় এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হবে।

 

সারাদেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও বিশ^ পর্যটন দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনসহ নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এসব কর্মসূচি হাতে নিয়েছে। হোটেল-মোটেলেও দেওয়া হচ্ছে নানা অফার।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট