চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফিফটি করা শান্তকে রেখে ফিরলেন রিয়াদও

ক্রীড়া ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:২৮ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলের ৮ রানের মধ্যে ফিরে যান ওপেনার জাকির হাসান (১) ও তানজিদ তামিম(৫)। এরপর আশা দিয়ে ফিরেছেন তাওহদী হৃদয় ও মুশফিকুর রহিম। পরে ফিফটি করা নাজমুল শান্তর সঙ্গে ভরসা দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদও আউট হয়েছেন।

বাংলাদেশ ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা শান্ত ৭১ রান করেছেন। তার সঙ্গী শেখ মাহেদী। এর আগে হৃদয় ও মুশফিক ১৮ করে রান যোগ করেন। রিয়াদ ২১ রান করে ফিরেছেন।

বাংলাদশ শেষ এই ওয়ানডে ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছে। নাজমুল শান্ত নেতৃত্বভার নিয়ে দলে ফিরেছেন। প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম আছেন একাদশে। উইকেটকিপার ব্যাটার জাকির হাসানের অভিষেক হয়েছে।

খেলার কথা ছিল তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজেরও। তবে অসুস্থতা ও ইনজুরিজনিত কারণে খেলতে পারছেন না তারা। এই ম্যাচে কিউই ব্যাটার ডিন ফক্সক্রফটের অভিষেক হয়েছে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকেঞ্চি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন