চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

গুইমারায় খালে ডুবে ভাইবোনের মৃত্যু

মাটিরাঙ্গা সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৪৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির গুইমারায় তৈমাতাই খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুইমারা ইউনিয়নে কেমেরুং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত দুই শিশু হল- গুইমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কেমেরুং পাড়ার নজমোহন ত্রিপুরার মেয়ে অপু বিশ্বাস ত্রিপুরা (৭) ও ছেলে চনে রঞ্জণ ত্রিপুরা (৫)।

 

নজমোহন ত্রিপুরা জানায়, প্রতিদিনের ন্যায় পরিবারের লোকজন সারাদিন জমিতে কাজে ছিল। বাসায় এসে বাচ্চাদের না দেখে খুঁজাখুঁজি করে না পেয়ে তৈমাতাই খালে গোসল করতে গিয়ে প্রথমে মেয়েকে দেখতে পায়, আরেকটু সামনে গিয়ে ছেলেকেও খালে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সাহায্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/ছোটন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট