চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চাঁদাবাজির মামলায় পটিয়ার যুবলীগ নেতা বুলবুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা বুলবুল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার বুলবুল কোঁলাগাও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কোঁলাগাও ইউনিয়নের আবদুল করিমের ছেলে।

 

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

 

এর আগে ২০ সেপ্টেম্বর রাতে রমিজ উদ্দিন বাদী হয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে বুলুবুলসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এর মধ্যে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ মামলার অপর দুই আসামি বশিরুল আলম ও মতর্জা বেগমকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তফা আল মামুন বলেন, গ্রেপ্তার আসামি হত্যার হুমকি ধমকি দিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা আদায় করেছেন এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। বুলবুলের বিরুদ্ধে পটিয়া থানাসহ নগরীর কোতোয়ালী থানায় অস্ত্র-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, বুলবুলকে চট্টগ্রাম নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণা ও চাদাঁবাজি মামলায় এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট