চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার অস্ত্র মামলার আসামি ইলিয়াসকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব। ইলিয়াস ভোলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার আলকাজ চৌধুরীর ছেলে।

 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, সীতাকুণ্ড থানার অস্ত্র মামলার পলাতক আসামি ইলিয়াসকে গতকাল বিকেলে মাদারবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট