চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

পাবলিক বিশ্ববিদ্যালয় হবে দক্ষিণ চট্টগ্রামে

একান্ত সাক্ষাৎকারে শিক্ষা উপমন্ত্রী নওফেল

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৫৪ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন- আমি নিজেও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এটা উপলব্ধি করেছি। বর্তমানে অর্থনৈতিক মন্দার কারণে প্রকল্প অনুমোদনের বিষয়টি আসেনি। তবে দক্ষিণ চট্টগ্রামে যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজন সেটি প্রধানমন্ত্রীকে বলেছি এবং তিনি সম্মতি দিয়েছেন।

 

সম্প্রতি পূর্বকোণের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নওফেল এসব কথা বলেন।

 

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিশ্ববিদ্যালয়টি কোন জায়গায় হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে। আমরা চেষ্টা করছি সেটি যাতে কক্সবাজার এবং দক্ষিণ চট্টগ্রামের মধ্যবর্তী কোনো জায়গায় হয়। দক্ষিণ চট্টগ্রাম যেহেতু অনেক বিশাল তাই আমাদের লক্ষ্য এটি যাতে মধ্যবর্তী কোন জায়গায় হয়। যেহেতু চট্টগ্রাম জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, তাই জেলা হিসেবে কক্সবাজারই প্রাধান্য পেতে পারে।

 

তিনি বলেন, চকরিয়া, লোহাগড়া, বাঁশখালী, মহেশখালী- এসব এলাকায় নতুন শহর হচ্ছে।  বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দিয়ে সেখানে যাতে বিশ্ববিদ্যালয় হয়, এব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি নেয়া আছে। এখন বাকিগুলো আমাদের কাজ। সে কাজগুলো আমরা যত দ্রুত করতে পারি। ইতোমধ্যে আমরা এব্যাপারগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে লিখিতভাবে দিয়েছি।

 

নওফেল বলেন, দুর্ভাগ্যবশত চট্টগ্রামকে একটি জেলা হিসেবে বিবেচনা করা হয়। চট্টগ্রামে তো তিনটি জেলা। ভৌগলিকভাবে বাংলাদেশের বিশাল একটি অংশ সেখানে রয়েছে। কর্ণফুলী নদী থেকে টেকনাফের নাফ নদী পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। কেবল তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট