চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাইস কুকারে মিলল দেড় কোটি টাকার স্বর্ণ, চট্টগ্রামে বিদেশফেরত যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৩ | ২:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ শারজাহ থেকে আসা এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। ওই যাত্রীর নাম মোহাম্মদ আলী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে ওই যাত্রীর কাছে থাকা একটি রাইস কুকারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এছাড়া তার কাছে পাওয়া যায় আরও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার।

আটক মোহাম্মদ আলী হাটহাজারী উপজেলার চিকনদন্ডি এলাকার মোহাম্মদ মুসার ছেলে।

কাস্টমস কর্মকর্তারা জানান, আটক মোহাম্মদ আলী সকাল সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম পৌঁছান। এরপর কাস্টমস কর্মকর্তারা তার লাগেজে থাকা একটি রাইস কুকারের ভেতর থেকে স্বর্ণগুলো জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিটের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ। তিনি বলেন, উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট