চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শ্রীমঙ্গলে ৭ চায়ের গুদাম সিলগালা

ফিনলেসহ বিভিন্ন ব্র্যান্ড নকল করে বিক্রি হচ্ছে নিম্নমানের চা!

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:৩০ অপরাহ্ণ

ফিনলেসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নকল মোড়ক নকল করে দুর্গন্ধযুক্ত নিম্নমানের চা বিক্রিসহ ৪ অপরাধে শ্রীমঙ্গলের তানভীর টি-হাউজের সাতটি চায়ের গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, জনপ্রিয় ব্র্যান্ডের নকল মোড়ক প্রিন্ট করে দুর্গন্ধযুক্ত নিম্নমানের চা বিক্রি, সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা বিক্রি, নিলাম বহির্ভূত অবৈধ চা মজুদসহ ৪ অপরাধে শ্রীমঙ্গলের তানভীর টি-হাউজে অভিযান চালানো হয়। এ সময় ৮ বস্তা নকল চায়ের মোড়ক জব্দ এবং ৭টি চায়ের গুদাম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে প্রতারণার মাধ্যমে ভোক্তাদের প্রতারিত করা এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত করছে প্রতিষ্ঠানটি। অবৈধ চা ব্যবসা বন্ধে আমরা সারাদেশে অভিযান চালাবো।

অভিযানে চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব এবং শ্রীমঙ্গল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট