চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলছে

চবি সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:৫০ অপরাহ্ণ

পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই উপ-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শাহ আমানত ও শাহজালাল হলের সামনে সংর্ঘষের সূত্রপাত হয়। এতে উভয় গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে চার ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনও সংঘর্ষ চলমান রয়েছে।

 

বিবাদমান পক্ষ দুটি হলো সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)।

 

সিএফসির নেতা সাদাফ খান বলেন, আকিব জাবেদ নামে সিক্সটি নাইনের এক কর্মী এর আগে আমাদের উপ-দপ্তর সম্পাদক রমযানকে কুপিয়ে জখম করে। আজকেও সে নেশা করে হলের সামনে উশৃংখল আচরণ শুরু করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়।

 

সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, শুনেছি র‌্যাগ ডে নিয়ে জুনিয়র কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি দেখছি।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছিল। সমাধানের চেষ্টা চলছে। আমরা সতর্ক আছি।

 

পূর্বকোণ/রায়হান/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট