চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

নিঃশব্দ ঘাতক রোগ আলঝেইমার

বিশ্ব আলঝেইমার্স দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০৬ অপরাহ্ণ

বয়সের সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের পরিবর্তন আসা স্বাভাবিক। তবে ডিমেনশিয়ায় ভুগছেন, এমন ব্যক্তির ক্ষেত্রে তা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে থাকে। যেমন অতিরিক্ত নির্ভরশীলতা, সন্দেহপ্রবণতা বা দ্বিধাগ্রস্ত হয়ে পড়া এবং ক্রমেই ব্যক্তিত্ব হারিয়ে ফেলা। তবে আলঝেইমারের ক্ষেত্রে যেকোনো কাজের প্রতিই আকর্ষণ কমে যায়। যা স্বাভাবিক কর্মক্ষমতার ব্যাঘাত ঘটায়। এ কারণে আলঝেইমারকে মানুষের মস্তিষ্কের ক্ষয়জনিত নিঃশব্দ ঘাতক রোগ বলা হয়। সচরাচর আলঝেইমারই ডিমেনশিয়া বা স্মৃতি হ্রাসের সবচেয়ে বড় কারণ। একটি অগ্রগতিশীল রোগ। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ব্রেনের আরও অংশ ক্ষতিগ্রস্ত হতে থাকে। একে থামানো কঠিন। এই রোগের তেমন কোনো প্রতিকার নেই। রোগটি বাড়ার সাথে সাথে রোগীর অবস্থার অবনতি হয় এবং রোগী মৃত্যুর পথে পরিচালিত হতে পারে।

 

১৯০১ সালে প্রথমবার একজন জার্মান মনোবিদ অ্যালয়েজ আলঝেইমার এই রোগটিকে চিহ্নিত করেন, তখন থেকেই এই রোগটিকে তার নাম অনুসারে আলঝেইমার্স রোগ নামে ডাকা হয়ে থাকে। এই রোগটি তিনি একজন ৫৫ বছর বয়সী মহিলার মধ্যে চিহ্নিত করেছিলেন এবং ১৯০৬ সাল পর্যন্ত আলঝেইমার তার চিকিৎসা করেন এবং পর্যবেক্ষণ করেন গভীরভাবে। সেই মহিলার মৃত্যুর পরই তিনি এই রোগ সম্পর্কে বিস্তারিত প্রকাশ্যে আনেন।

 

দিন দিন এই রোগ পুরো বিশ্বে ভয়াবহ আকারে বেড়েই চলেছে। মানুষ এই রোগ নিয়ে যাতে সচেতন হয়, সতর্ক হয় এ জন্যই ২১ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে উদযাপিত হয় আলঝেইমার্স ডে বা বিশ্ব আলঝেইমার রোগ দিবস। ১৯৯৪ সালের ২১ সেপ্টেম্বর ইংল্যান্ডের এডিনবরা একটি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত হয়, ২১ সেপ্টেম্বর হবে বিশ্ব আলঝেইমার রোগ দিবস। বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও আলঝেইমার্স ডে উদযাপনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন