চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিএনপির পর এবার টানা কর্মসূচি দিল আওয়ামীলীগ

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:০৭ অপরাহ্ণ

বিএনপির পক্ষ থেকে টানা কর্মসূচি ঘোষণার একদিন পরই টানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচি শুরু হচ্ছে শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকে, চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীতে দলটির দলীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এ কর্মসূচি নির্ধারণ করা হয়।

 

সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি’র পাল্টাপাল্টি নয় নির্বাচন পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তারই অংশ হিসেবে ঢাকা ও ঢাকার বাইরে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

আওয়ামী লীগ নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র জয়ের কোনো সম্ভাবনা নেই দেখে নানা ধরনের ষড়যন্ত্র করছে তারা। যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে। তারই ধারাবাহিকতায় তৃণমূল বিএনপি তাদের কাউন্সিল করছে বলেও জানান আওয়াম লীগ নেতারা।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট