চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

নাসির হোসেনসহ ৮ ক্রিকেট সংশ্লিষ্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

ক্রীড়া ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৫৪ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

 

ওয়েবসাইটের তথ্যে জানানো হয়, আইসিসি ইসিবির পক্ষে খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে আটজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে ছয়টি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে।

 

এমেরেটস ক্রিকেট বোর্ড অভিযোগ এনে বলেন, নাসির হোসেন ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছেন।

 

অভিযুক্তরা হলেন- দুটি টিমের অন্যতম দুই মালিক কৃষাণ কুমার চৌধুরী ও পরাগ সাংঘভির, ক্রিকেট কোচ আসহার জাইদি, আমিরাতের ঘরোয়া খেলোয়াড় রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান, সহকারী কোচ সানি ধিলন, ক্রিকেটার নাসির হোসেন ও টিম ম্যানেজার সাদাব আহমেদ।

 

এদের মধ্যে কৃষান, পরাগ, জাইদি, রিজওয়ান, সালিয়া, সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি।

 

এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)-র পক্ষে ডেজিগনেটেড অ্যান্টি করাপশন অফিসিয়াল (ডিএসিও) হিসেবে এই তদন্তে নামে আইসিসি। খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে আটজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে তারা।

 

এর মধ্যে নাসির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো হলো-

 

১. ধারা ২.৪.৩ – ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহারের রসিদ ডিএসিও (DACO)-র নিকট প্রকাশে ব্যর্থ হওয়া।

 

২. অনুচ্ছেদ ২.৪.৪ – কোডের অধীনে দুর্নীতিমূলক আচরণ হিসেবে চিহ্নিত এমন কাজে জড়িত হওয়ার ইঙ্গিত বা আমন্ত্রণের সম্পূর্ণ বিবরণ ডিএসিও (DACO)-র কাছে প্রকাশে ব্যর্থ হওয়া।

 

৩. অনুচ্ছেদ ২.৪.৬ – ডিএসিও (DACO) দ্বারা পরিচালিত তদন্তে সহযোগিতায় ব্যর্থ হওয়া বা অস্বীকার করা।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন