চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ফাইল ছবি

খালেদা জিয়াকে আবারও কেবিনে স্থানান্তর

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে নেওয়া হয়। দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান।

এর আগে রোববার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপার্সনকে সিসিইউতে নেওয়া হয়। সেসময় তার শারীরিক অবস্থা ভালনারেবল (ঝুঁকিপূর্ণ) বলে জানিয়েছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ।

প্রসঙ্গত, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট