চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় তিনটি আলুর আড়তকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রিয়াজউদ্দিন বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ।
তিনি জানান, মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় তিনটি আলুর আড়তকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।
বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও বাজারে তা কার্যকর হয়নি। অনেক ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতা নির্ধারিত দামের বিষয়ে জানেন না। সরকারের বেঁধে দেওয়া দামে আলু খুচরা পর্যায়ে ৩৫ থেকে ৩৬ টাকা (হিমাগার পর্যায়ে ২৬ থেকে ২৭ টাকা) হলেও শুক্রবার নগরীর কাঁচাবাজারগুলোতে আলু ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, তারা বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে পারছেন না।
পূর্বকোণ/পিআর/এএইচ