চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন

বোয়ালখালী সংবাদদাতা

১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী।

 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় গ্রামের নারী-পুরুষরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন নিপুল কান্তি সেন, প্রদীপ বিশ্বাস, সঞ্জয় মহাজন, রাসেল তালুকদার, সঞ্জয় দাশ, রাসু সেন, সুপ্তা মহাজন, তৃষা সেন, নিমাই দে, শিবাশীষ সেন ও সুমন সেন।

 

বক্তারা বলেন, গ্রামে মাদকের আস্তানা গড়ে তুলে শিশু-কিশোরদের বিপথগামী করছে মাদক ব্যবসায়ীরা। এর প্রতিবাদ করলে গ্রামের মানুষজনের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে মাদক ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীদের কারণে প্রায় ঘরে আজ অশান্তির আগুন জ্বলছে। স্থানীয় প্রশাসন এসব মাদক ব্যবসায়ী বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিচ্ছেন না। ফলে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।

 

অভিযোগ রয়েছে- ওই গ্রামে অন্তত ১০ জন মাদক ব্যবসায়ী রয়েছে। পুলিশ মাসোহারা নেওয়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।

 

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ‘জেলার অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। এ বিষয়টি আমাদের নলেজে এখনো আসেনি। তবে এইটুকু বলতে পারি সুনির্দিষ্ট মামলা হলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট