চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে ৬ লাখ টাকার জালনোট নিয়ে দুইজন ধরা

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:২১ অপরাহ্ণ

চট্টগ্রামে ৬ লাখ টাকার জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৩ সেপ্টেম্বর) কোতোয়ালী ও পতেঙ্গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- মো. মোজাম্মেল হক ফাহিম ও মো. জাহাঙ্গীর আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

তিনি জানান, বুধবার কোতোয়ালীর স্টেশন রোডে অভিযান পরিচালনা করে ১ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গার কাঠঘর মুসলিমাবাদ কসাই গলি থেকে ৫ লাখ টাকার জালনোটসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট