চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

চা বোর্ডের লাইসেন্স না থাকায় চট্টগ্রামে প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:৫৩ অপরাহ্ণ

চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স না থাকা ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার করায় চট্টগ্রামে ‘হক-টি’ নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) নগরীর সদরঘাট এলাকায় চা বোর্ডের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় একই এলাকার ‘কর্ণফুলি চা ঘর’ নামে আরকটি প্রতিষ্ঠানের ৩০ বস্তা লেবেলবিহীন চা এবং ৫২টি প্যাকেজিং রোল জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির চায়ের প্যাকেটে চা বোর্ডের লোগো নেই। পাশাপাশি উৎপাদনের অগ্রিম তারিখও ব্যবহার করেছে।

মোহাম্মাদ রুহুল আমিন বলেন, কর্ণফুলি চা ঘর তাদের অনুমোদনহীন প্যাকেটে চা বোর্ডের লোগো ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করছিলো। চায়ের এসব অবৈধ ব্যবসা ও প্রতারণা বন্ধে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট