চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পার্কিং ছাড়া প্রতিষ্ঠানে আপত্তি, দুই ভবন মালিককে চিঠি

নাজিম মুহাম্মদ

১৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

পার্কিং স্থান নির্ধারণ না করেই নগরীতে যত্রতত্র গড়ে ওঠছে বাণিজ্যিক ভবন-শিক্ষা প্রতিষ্ঠান। অপরিকল্পিত ও সংকুচিত সড়কের কারণে যানজট নিরসনে হিমশিম অবস্থা নগর ট্রাফিকের। এ অবস্থায় পার্কিংবিহীন প্রতিষ্ঠান স্থাপন না করার সুপারিশ জানিয়ে সিডিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মালিকের কাছে চিঠি দিয়েছে নগর ট্রাফিক বিভাগ।

 

প্রাথমিক পর্যায়ে পাঁচলাইশের ডা. মাহমুদ হাসান একাডেমি ও বায়েজিদের আকতার ম্যানশনের মালিককে পার্কিং স্থান নির্ধারণ না করে প্রতিষ্ঠান চালু না করতে চিঠি দিয়েছে ট্রাফিকের উত্তর বিভাগ।

 

গত ৭ সেপ্টেম্বর ড. হাসান মাহমুদ একাডেমির প্রধান শিক্ষকের কাছে ট্রাফিকের উত্তর জোনের উপ-কমিশনার জয়নুল আবেদীন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, নগরীর ব্যস্ততম প্রবর্তক মোড়-ষোলশহর দুই নম্বর গেট মূল সড়কের পাশে আপনার অধীনে ড. মাহমুদ হাসান একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা গ্রহণ করেছেন। যে ভবনটিতে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা নিয়েছেন সেটি ব্যস্ততম বায়েজিদ বোস্তামি বাইলেন মূল সড়কের পাশে অবস্থিত। এ সড়কের পাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে মূল সড়কের উপর যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।  এ সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগকে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হলে প্রতিষ্ঠানে আগত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ব্যবহৃত গাড়ি সড়কের উপর পার্কিং করবে। এতে মূল সড়কে যানজট ব্যাপকহারে বৃদ্ধি পাবে। অনেক ক্ষেত্রে দুর্ঘটনা সংঘটিত হবে। পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিশ্চিত ও সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের পার্কিং অনাপত্তি ছাড়পত্র ছাড়া এবং সিডিএসহ অন্যান্য সংস্থার আরোপিত বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন না করে নগরীর এরূপ গুরুত্বপূর্ণ সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা সমীচীন নয়।

 

চিঠিতে বলা হয়েছে, নগরীর ব্যস্ততম প্রবর্তক মোড়-ষোলশহর দুই নম্বর গেট মূল সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন না করতে আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হল। অন্যথায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিং ও সড়কে কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি হলে ট্রাফিক বিভাগ ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে ।

 

এর আগে একইভাবে চিঠি দেয়া হয়েছে বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদের আকতার ম্যানশনের মালিককে। চিঠিতে বলা হয়েছে, আকতার ম্যানশনে শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। ভবনটি ব্যস্ততম বায়েজিদ বোস্তামী সড়কের পাশে অবস্থিত। ভবনটিতে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক কিংবা কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দেয়ার আগে ট্রাফিক বিভাগ থেকে পার্কিং অনাপত্তি গ্রহণ করার জন্য  বলা হয় চিঠিতে ।

 

নগর ট্রাফিকের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) জয়নুল আবেদীন জানান, নিয়ম অনুযায়ী কোন ভবনের নকশা অনুমোদনের আগে পার্কিং অনাপত্তি  নিতে হয়। পার্কিংয়ের বিষয়ে ট্রাফিক অনাপত্তি ছাড়পত্র দিলে নকশা অনুমোদন হবার কথা। কিন্তু নগরীতে ভবন নির্মাণে অধিকাংশ ক্ষেত্রে এ নিয়ম মানা হচ্ছেনা। পার্কিং অনাপত্তি ছাড়পত্র ছাড়া যেসব ভবন নির্মাণ করা হচ্ছে সেই সব ভবন মালিককে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা চিঠি দিচ্ছি।

 

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে নগরীর জিইসি মোড় থেকে ষোলশহর দুই নম্বর গেট এবং ষোলশহর থেকে প্রবর্ত্তক মোড় পর্যন্ত সড়কের দুই পাশে থাকা ভবনের পার্কিং রয়েছে কি না তা নিয়ে একটি জরিপ চালায় নগর ট্রাফিকের উত্তর বিভাগ। মূলত সড়কে যত্রতত্র পার্কিংয়ের কারণ খুঁজতে গিয়ে ট্রাফিক বিভাগ ছোট পরিসরে এ জরিপ চালায়। দেখা গেছে, সড়কের পাশে অবস্থিত ৬৬টি ভবনে নিজস্ব পার্কিং নেই। অথচ এসব ভবনের নকশায় পার্কিং রাখার কথা বলা হয়েছে। এছাড়া যেসব ভবনের পার্কিং ব্যবস্থা রয়েছে তা যথাযথ ব্যবহার হচ্ছে না। বিষয়টি নিয়ে সিডিএকে চিঠিও দিয়েছিলো ট্রাফিক বিভাগ।  কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

 

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট