চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বাঁশখালীতে অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বাঁশখালী সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় গণ্ডামারা ইউনিয়নে বঙ্গোপসাগরের কিনারে ঝাউ বাগান এলাকা থেকে অজ্ঞাতনামা আনুমানিক ২৫ বছর বয়সী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সাগরের পানিতে ভেসে এসে বালু চরে লাশটি আটকে গেছে।

 

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গণ্ডামারা ১ নম্বর ওয়ার্ডের সমিতি ঘোনা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে সাগরের বালুচরে আটকে থাকা বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত অজ্ঞাতনামা যুবকটির লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বেতার যন্ত্রের মাধ্যমে লাশটি সম্পর্কে বিভিন্ন থানায় অবহিত করা হয়েছে।

 

তিনি বলেন, জেলেদের দেয়া তথ্য মতে, ১০/১২ দিন পূর্বে একটি ট্রলারের সাথে অপর একটি ট্রলারের ধাক্কা লাগে এ সময় হয়তো কোন জেলে মাছ ধরার ট্রলার থেকে সাগরে ছিটকে পড়ে যায়।

 

পূর্বকোণ/অনুপম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট