চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সাংবাদিক মাহমুদের মা আর নেই

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:২৩ অপরাহ্ণ

চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদুর রহমান মাহমুদের মা নুরুন্নাহার বেগম (৮২) আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের নিজ বাস ভবনে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি…… রাজিউন)। একই দিন আছরের নামাজের পর দক্ষিণ কাকারা নতুন জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।

 

মরহুমা নুরুন্নাহার ২ ছেলে ও ৭ মেয়ের জননী ছিলেন।

 

সাংবাদিক মাহমুদের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মাহমুদ, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, সাবেক সভাপতি আব্দুল মজিদসহ সাংবাদিক নেতৃবৃন্দ, কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত ওসমান, সাবেক প্যানেল চেয়ারম্যান শওকত ওসমান মানিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট